হাসির গল্প সবার পছন্দ। বীরবল বা গোপাল ভাঁড়ের কাহিনি মুখে মুখে ঘোরে। হাসির লেখক হিসেবে ত্রৈলোক্যনাথ-প্রভাতকুমার-পরশুরাম-বনফুল-প্রমথনাথ বিশী বা সৈয়দ মুজতবা আলি অত্যন্ত জনপ্রিয়। তবে ইংরেজির তুলনায় বাংলায় ‘নিছক হাস্যকৌতুক’ জাতীয় গ্রন্থ কম। প্রকাশিত হল রমেশচন্দ্র চন্দের ‘রঙ্গব্যঙ্গের ফুলঝুরি’। দেশি-বিদেশি বিভিন্ন সূত্র এবং নিজের অভিজ্ঞতা থেকে আহরিত নানা ধরনের হাস্যকৌতুক পরিবেশন করেছেন লেখক। যে-কোনও আড্ডায় মানানসই কৌতুকগুলি লা-জবাব।