হাসি রূপকথা পশুপাখি এবং আনন্দ-মজার শতাধিক গল্প নিয়ে ছোটদের সাহিত্যের অন্তরঙ্গ কথাকার শৈলেন ঘোষের এই সুবৃহৎ গ্রন্থ ‘গল্পসংগ্রহ’। সুলিখিত এই গ্রন্থের গল্পের জাদুতে ছোটরা যেমন বিমুগ্ধ হবে, তেমনই বড়রা পাবেন অনাস্বাদিত আনন্দ। লেখক ছোটদের গল্পের মস্ত জাদুকর। এমন জাদুকর যিনি জীবনটাকে খুব সুন্দর দেখিয়ে দিতে জানেন। ছোটদের জন্য ঠিক কোন ভাষায় লিখতে হবে, কোন ধরনের ঘটনার পরম্পরা ছোটদের আগাগোড়া আকর্ষণ করে রাখবে, এটাও তাঁর খুব ভাল করে জানা আছে। তাঁর ভাষার বিশেষ শৈলী কখনও প্রকট হয় না কিন্তু আশ্চর্য দক্ষতার সঙ্গে তিনি তাঁর বিষয়বস্তুর সঙ্গে মিশিয়ে দিতে পারেন। ছোটদের জন্য এমন আলো, প্রাণ, সুগন্ধের স্বপ্নিল জগৎ তাঁর মতো এতখানি সার্থকতায় বুঝি আর বুনতে পারেনি কেউ-ই।