সঞ্জীব চট্টোপাধ্যায় সাহিত্যিক হিসেবে স্বতন্ত্র ক্ষমতার অধিকারী। তাঁর প্রতিটি লেখায় আমাদের জীবন ধরা দেয় এক অপূর্ব লাবণ্যে। বেগবা গদ্যভাষায় তাঁর অধিকার। সর্বোপরি হাস্যরস পরিবেশনে সঞ্জীব চট্টোপাধ্যায়ের খ্যাতি তুঙ্গে। লঘু চালে গল্প বলতে বলতে এক লহমায় তিনি ধুঁকে যেতে পারেন অনুভূতির অতল দেশে। কিশোর উপন্যাসেও সঞ্জীবের জনপ্রিয়তা তুমুল। কৌতুক আর অ্যাডভেঞ্চারে মিশে-থাকা বাল্য-কৈশোর খেলা করে তাঁর লেখায়। স্বপ্ন এসে হাতছানি দেয় ছোটদের।