প্রভাতমোহন বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসেরপ্রতি অনুরাগ ছিল বরাবর। তিনি ভারতবর্ষে আগত গ্রিক, চৈনিক, আরব, ইউরোপীয় পর্যটকদের জীবনী ও ভ্রমণবৃত্তান্ত পড়ার পাশাপাশি পরিদর্শন করেছেন বিভিন্ন ঐতিহাসিক স্থান ও জাদুঘর। পরিণত বয়সে তাঁর আঁকা ‘গ্লিম্পসেস অফ এনসেন্ট ইন্ডিয়া’ বা ‘চিত্রে প্রাচীন ভারত’ চিত্রমালায় সার্থকভাবে মিশে আছে শিল্পের সাধনা আর ইতিহাসের জ্ঞান। ১৯৬৬-১৯৬৮ সময়কালে অঙ্কিত হয় ২৫টি ছবি, পরে যুক্ত হয় আরও দু’টি ছবি।
প্রতিটি ছবির পরিচিতি তিনি নিজেই রচনা করেছেন। আদিম অরণ্যবাসী মানুষের যুগ থেকে মুসলমানদের ভারতবর্ষে আগমনের ঠিক আগে পর্যন্ত ইতিহাসের ঘটনাবলি প্রভাতমোহনের অঙ্কনের বিষয়। ১৯৬৯ সালে প্রথম প্রদর্শিত এই মূল্যবান চিত্রমালায় প্রকাশিত হয়েছে ইতিহাসের এক বিশাল পর্বের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও অন্যান্য দিকগুলির অপূর্ব উদ্ভাস। ‘চিত্রে প্রাচীন ভারত’ নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী নির্মাণ।